পদার্থ পরীক্ষণ উইং জাতীয় ও আন্তর্জাতিক মান অনুসারে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে পুরঃ, পদার্থ ও যন্ত্রকৌশল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স এবং টেক্সটাইল পণ্য সমুহের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে গুনগত মান নিশ্চিত করে থাকে। পদার্থ পরীক্ষণ উইং-এর ৩টি বিভাগ রয়েছে। যা নিম্নরূপ:
১। পুরঃ, পদার্থ ও যন্ত্রকৌশল বিভাগ;
২। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিভাগ;
৩। টেক্সটাইল বিভাগ।
এ বিভাগগুলোর প্রধান একজন উপপরিচালক। বিভাগীয় প্রধানের নেতৃত্বে সহকারি পরিচালক, উর্ধ্বতন পরীক্ষক, পরীক্ষক, ল্যাব সহকারী, ল্যাব বাহক -এর মাধ্যমে এ বিভাগের কার্যক্রম পরিচালিত হয়।
পরীক্ষণীয় পণ্য সংগ্রহের উৎসগুলো নিম্নরূপ
ক) সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্তশাসিত সংস্থা থেকে প্রাপ্ত পণ্য;
খ) বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য;
গ) শিল্প প্রতিষ্ঠানে ব্যবহৃত বিভিন্ন কাঁচামাল;
ঘ) আমদানি ও রপ্তানীযোগ্য পণ্য;
ঙ) পুলিশ বিভাগ কর্তৃক আটককৃত পণ্য;
চ) বাজার পণ্যের মান যাচাই এর উদ্দেশ্যে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে প্রাপ্ত পণ্য;
ছ) সার্টিফিকেশন মার্কস স্কিম এর আওতার অমর্ত্মভূক্ত আবশ্যকীয় পণ্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস