Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

World Standard Day

বিশ্ব মান দিবস

 

১৯৪৬ সালের ১৪  অক্টোবর লন্ডনে ২৫টি দেশের  প্রতিনিধি একত্রিত হয়ে মান প্রণয়ন কার্যক্রমকে সমৃদ্ধ করতে আন্তর্জাতিক মান সংস্থা সৃষ্টির লক্ষ্যে সম্মত হন। এই দিনটিই মান দিবস হিসাবে বিশেষভাবে  চিহ্নিত করা হয়। যদিও এর একবছর পর International Organization for Standardization (ISO) প্রতিষ্ঠিত হয়, তথাপি ১৯৭০ সালে প্রথম বিশ্ব মান দিবস  পালিত হয়। মান প্রণয়নের বর্তমান অবস্থার  বিভিন্ন দিকের উপর ভিত্তি করে প্রতি বছর মান দিবসের একটি প্রতিপাদ্য নির্ধারণ করে। 

 জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মান প্রণয়নে সকলের সম্মিলিত উদ্যোগকে স্বীকৃতি দিতে প্রতি বছর ISO কর্তৃক বিশ্ব মান দিবস উদ্যাপন করা  হয়ে থাকে। এর সাথে সংগতি রেখে ISO সদস্যভূক্ত দেশ হিসেবে  বিএসটিআই এর উদ্দোগে বাংলাদেশেও দিবসটি উদ্যাপন করা  হয়ে থাকে । মান দিবস বিশ্ব অর্থনীতি ও মানবজীবনে মান প্রমিতকরণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির একটি সুযোগও বটে।