Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
২৭.০৪.২০২২-মোবাইল কোর্ট ( পন্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন পরিমাপ মানদন্ড )
Details

অদ্য ২৭.০৪.২০২২ খ্রিঃ তারিখ সিলেট সদর জেলার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত মোবাইল কোর্টে ০৫ টি প্রতিষ্ঠানকে বিএসটিআই আইন, ওজন ও পরিমাপ মানদন্ড আইন এ ১ লক্ষ ৯০ হাজার এবং নিরাপদ খাদ্য আইনে ৯০ হাজার সহ সর্বমোট ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।কার্যক্রম নিম্নরুপঃ


(১) মেসার্স দুধওয়ালা, সুরমা গেইট, খিদিরপুর, খাদিমনগর,সিলেট রোড,  এর দই, ঘি পন্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায়  'ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী  =৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

০২। মেসার্স ফুলকলি ফুড প্রোডাক্টস লিঃ, বিসিক শি/ন, খাদিমনগর, সিলেট এর ড্রাই কেক পন্যের সিএম সনদ না থাকায় 'বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী  =৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

০৩। মেসার্স মধুবন অভিজাত মিষ্টি বিপনী, বিসিক শি/ন, খাদিমনগর, সিলেট এর ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮' সংশ্লিষ্ট ধারা অনুযায়ী =২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। 

০৪। মেসার্স রাজমহল ফুড এন্ড সুইটস ফ্যাক্টরি, শিববাড়ি,সিলেট এর মোড়কজাতকরন সনদ ও ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮' সংশ্লিষ্ট ধারা অনুযায়ী =৬০,০০০/- (ষাট হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। 

০৫। মেসার্স রনি এডিবল অয়েল এন্ড ফুড প্রোডাক্টস, গোটাটিকর, সিলেট এর ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮' সংশ্লিষ্ট ধারা অনুযায়ী =৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।


জনাব নাদির শাহ, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, র‍্যাব ফোর্সস সদর দপ্তর ঢাকা এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা জনাব সুমন সাহা, পরিদর্শক (মেট) ও জনাব মোঃ ইয়াছির আরাফাত, ফিল্ড অফিসার ( সিএম) উক্ত মোবাইল কোর্টে অংশগ্রহণ করেন।

Attachments
Publish Date
27/04/2022
Archieve Date
30/04/2023