অদ্য ২৪.০৪.২০২২ খ্রিঃ তারিখে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরুপঃ
(১) মেসার্স ফিজা এন্ড কোং প্রাঃ লিঃ,গোটাটিকর,শি/ন, সিলেট কে মোরকনিবন্ধন ও( সিএম) সনদ না থাকায় ও 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এবং বিএসটিআই আইন -২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী =৫,০০,০০০/- (পাঁচ লক্ষ টাকা) জরিমানা আদায় করা হয়।
০২। রসমেলা ফুড প্রোডাক্টস
বিসিক শি/ন, গোটাটিকর, সিলেট
মোড়কনিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী =২,৫০,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ টাকা) জরিমানা আদায় করা হয়।
০৩। বংঙ্গ বেকার্স লিঃ,১০৪ -স্বর্ণশিখা, কদমতলি, সিলেট কে মোড়কনিবন্ধন সনদ না থাকায় ও (সিএম) সনদ না থাকায়, ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮ অনুযায়ী এবং বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী =৪,০০,০০০/- (চার লক্ষ টাকা) জরিমানা আদায় করা হয়।
০৪।খান পিভিসি পাইপ ফ্যাক্টরী
খানবাড়ি,পাঠানপাড়া,কদমতলি,
সিলেট কে (সি এম) সনদ না থাকায়
৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা)
সর্বমোট চারটি প্রতিষ্ঠানকে= ১২,০০,০০০/-বারো লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
জনাব নাদির শাহ, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, RAB -9 এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা জনাব প্রকৌঃ রাকিবুল আলম, সহকারী পরিচালক (মেট) ও জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার ( সিএম) উক্ত ভ্রাম্যমান আদালতে অংশগ্রহণ করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS