*বিএসটিআই সিলেট **
*মোবাইল কোর্ট *(ওজন ও পরিমাপ যাচাই)
অদ্য ২০-১২-২০২২ খ্রি. তারিখে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত মোবাইল কোর্ট ০৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭০০০.০০ টাকা জরিমানা করেন। উক্ত মোবাইল কোর্ট এর বিস্তারিত নিম্নরূপ:
■ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকার অপরাধে মেসার্স হোসেন মিট শপ, নতুন বাজার, শ্রীমঙ্গল, মৌলভীবাজার কে ২,০০০/- টাকা জরিমানা করা হয়।
■ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকার অপরাধে মেসার্স লায়েক মিট শপ, নতুন বাজার, শ্রীমঙ্গল, মৌলভীবাজার কে ২,০০০/- টাকা জরিমানা করা হয়।
■ওজনে কম দেওয়ার অপরাধে মেসার্স ওয়াসিম মিয়া মাংসের দোকান, নতুন বাজার, শ্রীমঙ্গল, মৌলভীবাজার কে ৩,০০০/- টাকা জরিমানা করা হয়।
শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী রাজীব মাহমুদ মিঠুন এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা জনাব সুমন সাহা, ঊর্ধ্বতন পরীক্ষক (মেট্রোলজি) উক্ত মোবাইল কোর্টে অংশগ্রহন করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS