অদ্য ১২/০৪/২০২২ খ্রি. তারিখে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানের কার্যক্রম নিম্নরুপ -
০১) ওয়েল ফুড,আম্বরখানা
০২) টেস্টি স্ট্রিট, আম্বরখানা
০৩) আগোরা সুপারশপ, কুমারপাড়া
প্রতিষ্ঠানসমূহের ওজন ও পরিমাপ যন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায়। পাশাপাশি নিম্নবর্ণিত ফলের দোকান গুলিতে ফলে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করা হয়।
০১) আব্দুর রহমানের ফলের দোকান, আম্বরখানা , সিলেট।
নমুনাঃ আপেল, মালটা ও আঙ্গুর ( সাদা)
০২) রইস মিয়ার ফলের দোকান, আম্বরখানা , সিলেট।
নমুনাঃ আপেল( সবুজ), আম, নাশপাতি
০৩) আল মদিনা ফল ভান্ডার, আম্বরখানা , সিলেট।
নমুনাঃ পেয়ারা, আঙ্গুর( কালো) ও আপেল
০৪) আগোরা সুপারশপ, কুমারপাড়া, সিলেট।
নমুনাঃ আপেল, কমলা ও আঙ্গুর ( সাদা)
০৫) রহমত মিয়ার ফলের দোকান, মেজরটিলা, সিলেট।
নমুনাঃ আপেল, কমলা ও মালটা
উপরোক্ত ০৫ টি দোকানের ১৫ টি ফলের নমুনা পরীক্ষায় ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।
উক্ত অভিযানে বিএসটিআই সিলেট অফিসের কর্মকর্তা জনাব মো. রাকিবুল আলম, সহকারী পরিচালক ( মেট্রোলজি), জনাব মো. ইয়াছির আরাফাত ফিল্ড অফিসার (সিএম) ও জনাব এহসান আহমেদ, পরীক্ষক ( ফুড এন্ড ব্যাক্ট) অংশগ্রহণ করেন। জনস্বার্থে বিএসটিআই সিলেটের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS