অদ্য ১০/০৫/২০২২ খ্রি. তারিখে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানের কার্যক্রম নিম্নরুপঃ
০১। মেসার্স আশা ফুড, ঢাকা দক্ষিণ, গোলাপগঞ্জ, সিলেট এর উৎপাদিত বিস্কুট, কেক পণ্যসমূহের অনুকূলে সিএম সনদ না থাকায় দ্রুত সিএম সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
০২। মেসার্স রাজ ব্রিকস, তহিপুর, গোলাপগঞ্জ, সিলেটের উৎপাদিত ক্লে- ব্রিকস পণ্যের অনুকূলে সিএম সনদ না থাকায় দ্রুত সিএম সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
০৩। অলি মিয়া ব্রিকস, হেতিমগঞ্জ, গোলাপগঞ্জ, সিলেট এর উৎপাদিত ক্লে- ব্রিকস পণ্যের অনুকূলে বৈধ সিএম সনদ না থাকায় দ্রুত সিএম সনদ হালনাগাদের পরামর্শ দেওয়া হয়।
০৪। তৃপ্তি বেকারী, গোডাউন রোড়, গোলাপগঞ্জ, সিলেট এর উৎপাদিত ব্রেড, বিস্কুট, কেক পণ্যসমূহের সিএম সনদের মেয়াদ ৩০/০৬/২০২২ খ্রি. তারিখে উত্তীর্ণ হয়ে যাবে। প্রতিষ্ঠানটিকে মেয়াদ শেষ হওয়ার পূর্বেই লাইসেন্স নবায়নের আবেদন দিতে বলা হয়।
০৫। বরায়া ব্রিকস, হেতিমগঞ্জ, গোলাপগঞ্জ, সিলেট প্রতিষ্ঠানটির উৎপাদিত ক্লে- ব্রিকস পণ্যের অনুকূলে সিএম ফি বাবদ ধার্যকৃত বিল বকেয়া থাকায় ০৭( সাত) কার্যদিবসের মধ্যে বিল পরিশোধে করতে বলা হয়। অন্যথায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়।
০৬। আইয়ব আলী এন্ড তাহির আলী ফুড প্রোডাক্ট, লক্ষীপাশা, গোলাপগঞ্জ, সিলেট এর উৎপাদিত সরিষার তেল পণ্যের নমুনা গুণগত মান পরীক্ষণের নিমিত্তে সংগ্রহ করা।
উক্ত অভিযানে বিএসটিআই সিলেটের কর্মকর্তা জনাব মো. ইয়াছির আরাফাত ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS