*বিএসটিআই, সিলেট*
**সার্ভিল্যান্স অভিযান**
(পণ্যের গুণগত মান এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত )
অদ্য ২৮-০৮-২০২৪ খ্রি. তারিখ, রোজঃ বুধবার সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
সার্ভিল্যান্স সংক্রান্ত কার্যক্রম নিম্নরুপ:
১. মেসার্স শিমুল স্টোর,শাহচট রোড,কালিঘাট, সিলেট এর উৎপাদিত ও মোড়কজাতকৃত ফর্টিফাইড পাম অলিন এর নমুনা সংগ্রহ করা হয়।
২. মেসার্স মুনছুর এন্ড ব্রাদার্স,আমজাদ আলী রোড,কালিঘাট,সিলেট এর মোড়কজাতকৃত চা এর অনুকূলে সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের তাগিদ দেয়া হয়।
৩. প্রধান কার্যালয়ের নির্দেশনার প্রেক্ষিতে মোস্তফা স্টোর, আমজাদ আলী রোড, কালিঘাট,সিলেট এবং মেসার্স আবু কাওসার স্টোর, আমজাদ আলী রোড, কালিঘাট,সিলেট থেকে স্প্রাইট,স্পিড,আরসি,কোকাকোলা,মোজো,ফান্টা, লেমন,টুইং,মাউন্টেন ডিউ,পাওয়ার এ সকল ব্রান্ডের কার্বোনেটেড বেভারেজ এর নমুনা সংগ্রহ করা হয়।
৪. মুসলিম স্টোর, আমজাদ আলী রোড, কালিঘাট,সিলেট এর ওজনযন্ত্র এর ভেরিফিকেশন সনদ যাচাই করে সঠিক পাওয়া যায়।
৫. তামিম স্টোর, আমজাদ আলী রোড,কালিঘাট,সিলেট এর পণ্য ঘি এর সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ সংরক্ষণের জন্য পরামর্শ প্রদান করা হয় এবং প্রতিষ্ঠানে ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ দেয়া হয়।
উক্ত অভিযানে দায়িত্ব পালন করেন বিএসটিআই সিলেটের কর্মকর্তা জনাব গোবিন্দ কুমার ঘোষ,সহকারী পরিচালক (সিএম),জনাব মোঃ নজরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ অমিত হাসান,পরিদর্শক (মেট)।
জনস্বার্থে বিএসটিআই সিলেটের এ ধরণের অভিযান চলমান থাকবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS