**** *বিএসটিআই সিলেট* ****
সার্ভিল্যান্স অভিযান
(পণ্যের মান নিয়ন্ত্রণ)
অদ্য ০৪-০২-২০২৪ খ্রি. তারিখে
পবিত্র রমজান উপলক্ষে সর্বস্তরে মান সম্পন্ন পণ্য নিশ্চিত করনের লক্ষ্যে বাজার সার্ভিল্যান্সের মাধ্যমে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা এবং সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা হতে লাচ্ছা সেমাই, হলুদের গুড়া, মরিচের গুড়া, ধনিয়ার গুড়া, জিড়ার গুড়া , সুজি, সরিষার তেল, আটা, ময়দা,ঘি ও ফার্মেন্টেড মিল্ক পন্যের সর্বমোট ৩৬ টি নমুনা ক্রয় করা হয়।
মেসার্স রসমেলা ফুড প্রোডাক্ট, শিবগঞ্জ, সিলেট এর শোরুমে মেয়াদ উত্তীর্ণ ফার্মেন্টেড মিল্ক পাওয়ায় জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়াও মধুবন মিষ্টি বিপনী, শিবগঞ্জ সিলেট শোরুমে লাচ্ছা সেমাই এর প্যাকেটে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ঠিকানা মিল না থাকায় ৩৪ প্যাকেট লাচ্ছা সেমাই জব্দ করা হয়।
উক্ত সার্ভিল্যান্স কার্যক্রম অত্রাফিসের কর্মকর্তা মো: হাবিবুর রহমান, উপপরিচালক (সিএম) এর নেতৃত্বে জনাব মোঃ তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন।
উক্ত অভিযানে বিএসটিআই সিলেটের কর্মকর্তা জনাব মোঃ তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই সিলেটের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS