**বিএসটিআই, সিলেট**
সার্ভিল্যান্স অভিযান
(পণ্যের মান এবং ওজন ও পরিমাপ সংক্রান্ত)
অদ্য ২৪-০১-২০২৪ খ্রি. তারিখে সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান জনাব মোঃ লুৎফর রহমান এর নেতৃত্বে সিলেট ও
মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানের কার্যক্রম নিম্নরূপ:
১. মেসার্স মিডওয়ে ফিলিং ষ্টেশন, গোলাপগঞ্জ, সিলেট
২. মেসার্স মাহমুদ ফিলিং ষ্টেশন, বিয়ানীবাজার, সিলেট
৩. মেসার্স আয়েশা ফিলিং স্টেশন, বরাইগ্রাম, বিয়ানীবাজার, সিলেট
৪. মেসার্স রহমান ফিলিং ষ্টেশন, শ্রীমঙ্গল রোড, মৌলভীবাজার
উক্ত ফিলিং স্টেশন সমুহের পরিমাপ যাচাই করে সঠিক পাওয়া যায় এবং আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের চার্ট হালনাগাদ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
৫. মেসার্স তিলপাড়া ব্রিকস, তিলপাড়া, গোলাপগঞ্জ, সিলেট
৬. মেসার্স মনু ব্রিকস, কুলাউড়া, মৌলভীবাজার
উক্ত ০২ টি প্রতিষ্ঠানের সিএম সনদ যাচাই করা হয় এবং সনদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগের সনদ হালনাগাদ করার নির্দেশ প্রদান করা হয়।
৭. পদ্মা অয়েল কোম্পানী, যমুনা অয়েল কোম্পানী ও মেঘনা পেট্রলিয়াম লিঃ শ্রীমঙ্গল ডিপোর পরিমাপ যাচাই করে সঠিক পাওয়া যায় এবং হালনাগাদ ক্যালিব্রেশন চার্ট ব্যতীত ট্যাংকলরিতে জ্বালানি তেল সরবরাহ না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
উক্ত অভিযানে বিএসটিআই সিলেটের কর্মকর্তা জনাব সুমন সাহা, সহকারী পরিচালক (মেট্রোলজি) অংশগ্রহন করেন।
জনস্বার্থে বিএসটিআই সিলেটের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS