Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
সার্ভিল্যান্স অভিযান
Details

**** *বিএসটিআই  সিলেট* **** 

            সার্ভিল্যান্স অভিযান

           (পণ্যের মান নিয়ন্ত্রণ) 


অদ্য ২১-০১-২০২৪  খ্রি. তারিখে  মৌলভীবাজার জেলার বড়লেখা, কুলাউড়া  ও সদর উপজেলার বিভিন্ন এলাকায়  একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স  অভিযানের কার্যক্রম নিম্নরুপঃ 


০১।  মৌলভীবাজার জেলার বড়লেখা, কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার  বিভিন্ন এলাকার ০৬ টি প্রতিষ্ঠানের সিএম লাইসেন্স প্রদান ও নবায়নের আবেদনের প্রেক্ষিতে কারখানা পরিদর্শনপূর্বক নমুনা সীল করা হয়। 

০২।    মেসার্স শ্যামলী ফুড প্রোডাক্ট, কলেজরোড, বড়লেখা, মৌলভীবাজার, প্রতিষ্ঠানটির উৎপাদিত বিস্কুট পণ্যের অনূকূলে সিএম  লাইসেন্স গ্রহণের তাগাদা প্রদান করা হয় ।

০৩। মেসার্স আদর্শ ব্রিক ফিল্ড, বড়লেখা,  মৌলভীবাজার ,   প্রতিষ্ঠানটির ক্লে ব্রিকস পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের তাগাদা দেওয়া হয়।

০৪। মেসার্স রুপসী ব্রিকস , কুলাউড়া, মৌলভীবাজার ,   প্রতিষ্ঠানটির ক্লে ব্রিকস পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স নবায়নের তাগাদা প্রদান করা হয়। 

০৫। মেসার্স মুনু ব্রিকস, কুলাউড়া,  মৌলভীবাজার , প্রতিষ্ঠানটির ক্লে ব্রিকস পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স  নবায়নের তাগাদা প্রদান করা হয়। 

০৬।  মেসার্স  গ্রীন বাংলা বিজনেস অর্গানাইজেশন , সদর, মৌলভীবাজার , প্রতিষ্ঠানটি'র  উৎপাদিত  মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিড়ার গুড়া, সরিষার তেল,  আটা ও ব্ল্যাক টি  পণ্যের অনুকূলে বকেয়া বিল জমাদানের তাগাদা প্রদান করা হয়।


উক্ত অভিযানে বিএসটিআই সিলেটের কর্মকর্তা  জনাব মোঃ তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। 

জনস্বার্থে বিএসটিআই সিলেটের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

Images
Attachments
Publish Date
21/01/2024
Archieve Date
20/10/2055