Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
সার্ভিল্যান্স অভিযান— ১১-০১-২৪
Details

*বিএসটিআই, সিলেট*
**সার্ভিল্যান্স অভিযান**
স্থান ঃ সিলেট সদর ও ওসমানীনগর উপজেলার বিভিন্ন এলাকা
(পণ্যের গুণগত মান যাচাই সংক্রান্ত )

অদ্য ১১-০১-২০২৪ খ্রি. তারিখ রোজ: বৃহস্পতিবার সিলেট সদর ও ওসমানীনগর উপজেলার বিভিন্ন স্থানে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। সার্ভিল্যান্স সক্রান্ত কার্যক্রম নিন্মরূপ ঃ
১. মেসার্স খাজা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী,তাজপুর বাজার, ওসমানীনগর,সিলেট এর প্রতিষ্ঠানটির উৎপাদিত ও মোড়কজাতকৃত ব্রেড ও বিস্কুট পণ্যের অনুকূলে সিএম ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের তাগিদ প্রদান করা হয়।
২.মেসার্স মুজাহিদ বেকারী,তাজপুর বাজার, ওসমানীনগর,সিলেট এর প্রতিষ্ঠানটির উৎপাদিত ও মোড়কজাতকৃত ব্রেড,কেক ও বিস্কুট পণ্যের অনুকূলে সিএম ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের তাগিদ প্রদান করা হয়।
৩.নিউ রাহাত হোটেল এন্ড রেস্টুরেন্টে এবং আনোয়ার হোসেন হোটেল এন্ড রেস্টুরেন্টে তাজপুর বাজার, ওসমানীনগর,সিলেট এর প্রতিষ্ঠান দুটির উৎপাদিত ও মোড়কজাতকৃত ফার্মেন্টেড মিল্ক পণ্যের অনুকূলে সিএম ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের তাগিদ প্রদান করা হয়।
৪.সাদ কনজ্যুনার ফুড প্রোডাক্টস, বাগবাড়ী, পশ্চিম কাজলশাহ, সিলেট এর উৎপাদিত ও মোড়কজাতকৃত সরিষার তেল পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের আবেদনের প্রেক্ষিতে কারখানা পরিদর্শন পূর্বক নমুনা সীল করা হয়।

৫.শাহজালাল বেকারি, ভার্থখোলা,স্টেশন রোড,সিলেট এর উৎপাদিত কেক পণ্যের অনুকূলে  বকেয়া বিল পরিশোধ করে লাইসেন্স গ্রহণের তাগিদ প্রদান করা হয়। 

উক্ত অভিযানে দায়িত্ব পালন করেন বিএসটিআই সিলেটের কর্মকর্তা জনাব মোঃ আল- আমিন, ফিল্ড অফিসার (সিএম)।
জনস্বার্থে বিএসটিআই সিলেটের এধরণের অভিযান চলমান থাকবে।

Attachments
Publish Date
11/01/2024
Archieve Date
02/02/2050