➡️ **বিএসটিআই, সিলেট⤵️
*মোবাইল কোর্ট অভিযানে ২,৫০০/- টাকা জরিমানা*
(পণ্যসমূহের ওজন ও পরিমাপ যাচাই )
অদ্য ১৬-০৭-২০২৪ খ্রি. তারিখে বিএসটিআই , সিলেট ও সিলেট জেলা প্রশাসন এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে --
'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮' অনুযায়ী
১। রাজধানী বেকারী, আম্বরখানা, সিলেট প্রতিষ্ঠানটি মোড়কজাতকরণ সনদ ব্যতীত বিস্কুট মোড়কজাত করে বিক্রি করায় ১,০০০ টাকা জরিমানা করা হয়েছেl
২।জুনায়েদ সুপার স্টোর, আম্বরখানা, সিলেট প্রতিষ্ঠানটির ব্যবহৃত ওজন যন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় ৫০০ টাকা ও মোড়কজাতকরণ সনদ ব্যতীত ব্ল্যাক টি বিক্রি করায় ১,০০০ টাকা জরিমানা করা হয়েছেl
উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন জনাব অর্থিতা হাওলাদার , সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট,জেলা প্রশাসন ,সিলেট। বিএসটিআই , সিলেট এর কর্মকর্তা জনাব শাফুয়ান আহমেদ,পরিদর্শক(মেট্রোলজি) প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এবং উক্ত কোর্টে জনাব মো: আল আমিন, ফিল্ড অফিসার (সিএম) সহযোগিতা করেন।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS