**বিএসটিআই, সিলেট**
***মোবাইল কোর্ট***
স্থানঃ হবিগঞ্জ সদর,হবিগঞ্জ ।
( পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত )
মামলার সংখ্যা= ০১ টি
মোট জরিমানা= ২০,০০০/- (বিশ হাজার) টাকা মাত্র।
অদ্য ১৯-০৩-২০২৪ খ্রিঃ তারিখে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ০১ টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরুপ:
১.মেসার্স জয়দ্বীপ মিষ্টান্ন ভান্ডার, বাসস্ট্যান্ড,হবিগঞ্জ সদর,হবিগঞ্জ এর উৎপাদিত ও বাজারজাতকৃত সুইটমিট পণ্য নিট ওজনে কম দিয়ে বিক্রি করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী ২০,০০০/ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক পণ্যের অনুকূলে সিএম ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের তাগিদ দেয়া হয়।
২.রাজদ্বীপ মিষ্টান্ন ভান্ডার, বাসস্ট্যান্ড,হবিগঞ্জ এর পরিমাপ সঠিক পাওয়া যাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
জনাব রনজিৎ চন্দ্র দাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, হবিগঞ্জ এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা জনাব মোঃ আল -আমিন, ফিল্ড অফিসার (সিএম) উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই, সিলেটের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS