**বিএসটিআই, সিলেট**
***মোবাইল কোর্ট***
স্থানঃ জকিগঞ্জ , সিলেট ।
( পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত )
মামলার সংখ্যা : ০৩
মোট জরিমানা :২৫,০০০/-(পচিশ হাজার টাকা)
অদ্য ০৭- ০৩-২০২৪ খ্রিঃ তারিখে রোজ : বৃহস্পতিবার সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ০১ টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম নিন্মরুপ:
১ এ.এইচ.বি.ব্রিকস,বনতেরাপুর,জকিগঞ্জ, সিলেটের এর উৎপাদিত ক্লে ব্রিকস পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্বেও লাইসেন্স হালসন আছে বলে স্বীকারোক্তি দেওয়ায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট আইন-২০১৮ অনুসারে ১০,০০০/(দশ হাজার টাকা) জরিমানা করা হয়।
২.মেসার্স ফুলতলী ব্রিকস ফিল্ড, বনতেরাপুর,জকিগঞ্জ, সিলেটের উৎপাদিত ক্লে ব্রিকস পণ্যের দৈর্ঘ্য বাংলাদেশ মান অনুযায়ী কম থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী ৫০০০/-(পাঁচ হাজার টাকা) জরিমানা করা হয়।
৩.মেসার্স ইস্টার্ন ব্রিকস, আটগ্রাম,জকিগঞ্জ, সিলেট এর উৎপাদিত ক্লে ব্রিকস পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্বেও লাইসেন্স হালসন আছে মর্মে স্বীকারোক্তি দেওয়ায় বাংলাদেশ স্ট্যানডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট আইন-২০১৮ অনুসারে ১০,০০০/( দশ হাজার টাকা) জরিমানা করা হয় ।
উক্ত মোবাইল কোর্টে জনাব আফসানা তাসলিম , উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন,জকিগঞ্জ, সিলেট এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা জনাব মোঃ আল -আমিন, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই, সিলেটের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS