Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মোবাইল কোর্ট
Details
**বিএসটিআই, সিলেট**
***মোবাইল কোর্ট***
স্থানঃ শায়েস্তাগঞ্জ,  হবিগঞ্জ ।
(ওজন পরিমাপ যাচাই এবং পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ সংক্রান্ত)
মোট মামলা : ০৩ টি
মোট জরিমানা : ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা)
০১। মেসার্স ছাওয়ালপীর গোস্তর দোকান, ড্রাইভার বাজার, শায়েস্তাগঞ্জ প্রতিষ্ঠানটির ব্যবহৃত ওজনযন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় ১০,০০০/ (দশ হাজার টাকা)  জরিমানা করা হয়।
০২। মেসার্স মায়ের দোয়া বেকারি এন্ড কনফেকশনারি, শায়েস্তাগঞ্জ প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের অনূকূলে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকার অপরাধে  ১৫,০০০/- (পনের হাজার টাকা)  জরিমানা করা হয়।
০৩। মেসার্স ফারজানা আইসক্রিম ফ্যাক্টরি, শায়েস্তাগঞ্জ প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের অনূকূলে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকার অপরাধে  ৫,০০০/- (পাচ হাজার টাকা)  জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে  নেতৃত্বে প্রদান করেন  জনাব নাজরাতুন নাঈম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, শায়েস্তাগঞ্জ  উপজেলা প্রশাসন,  হবিগঞ্জ  । বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের  কর্মকর্তা   জনাব রাইসুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজী) এবং  জনাব মোঃ আল -আমিন, ফিল্ড অফিসার (সিএম) উক্ত মোবাইল কোর্টে  প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। 
জনস্বার্থে বিএসটিআই,  সিলেটের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
Images
Attachments
Publish Date
17/08/2023
Archieve Date
01/10/2055