**বিএসটিআই, সিলেট*
***মোবাইল কোর্ট***
স্থানঃ সদর, সুনামগঞ্জ ।
( পণ্যের গুনগতমান যাচাই সংক্রান্ত)
মামলার সংখ্যা= ০২ টি,
মোট
জরিমানা= ২০,০০০/- (বিশ হাজার) টাকা মাত্র।
অদ্য ২০-০৮-২০২৩ খ্রিঃ তারিখে সুনামগঞ্জ জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরুপঃ
০১। মেসার্স মিনি মার্ট, ট্রাফিক মোড়, সদর, সুনামগঞ্জ প্রতিষ্ঠানটি আমদানিকৃত স্ক্রীনক্রিম পণ্যের অনূকূলে বিএসটিআই হতে ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে এবং বিএসটিআই হতে নিষিদ্ধকৃত স্কীন ক্রীম 4K plus, Dr. Rashel বিক্রয় ও বিতরণ করার অপরাধে " বিএসটিআই আইন-২০১৮" অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয়।
২। মেসার্স রংয়ের মেলা কসমেটিকস,মধ্যবাজার, সদর, সুনামগঞ্জ প্রতিষ্ঠানটি আমদানিকৃত স্কীন ক্রীম পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের ছাড়পত্র গ্রহণ ব্যাতিত এবং বিএসটিআই হতে নিষিদ্ধকৃত স্কীন ক্রীম 4k plus, Dr. Rashel বিক্রয় ও বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮" অনুযায়ী ১০০০০/-( দশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয়।
নিষিদ্ধকৃত স্কীন ক্রীম নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে জব্দ করা হয়।
জনাব মোঃ বোরহান উদ্দিন , এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা জনাব মোঃ তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই, সিলেটের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।