**বিএসটিআই, সিলেট**
***মোবাইল কোর্ট***
স্থানঃ সিলেট মহানগরী
(পণ্যের গুনগতমাণ এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)
মামলার সংখ্যা= ০৭ টি,
মোট
জরিমানা= ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা মাত্র।
অদ্য ২৯-০৮-২০২৩ খ্রিঃ তারিখে সিলেট মহানগরীতে র্যাব ৯, সিলেট এবং বিএসটিআই সিলেটের সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরুপ:
০১। মেসার্স ওয়ান্ডার ফুড, বিসিক শি/এ, গোটাটিকর, সিলেট প্রতিষ্ঠানটির উৎপাদিত বিস্কুট, পাউরুটি ও কেক পন্যের অনুকূলে সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত মানচিহ্ন ব্যবহার এবং ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ না থাকার অপরাধে "বিএসটিআই আইন-২০১৮" এবং ওজন ও পরিমাপ মান দন্ড আইন ২০১৮, অনুযায়ী ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয়।
০২। মেসার্স সুমন ফুড প্রোডাক্টস, বিসিক শি/ন, গোটাটিকর, সিলেট প্রতিষ্ঠানটিকে সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত মানচিহ্ন ব্যবহার এবং ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় বিএসটিআই আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মান দন্ড আইন ২০১৮ অনুযায়ী ৫০,০০০/-( পঞ্চাশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয়।
০৩। মেসার্স বৈশাখী ফুড প্রোডাক্টস, বিসিক শি/ন, গোটাটিকর, সিলেট প্রতিষ্ঠানটিকে ভেরিফিকেশন সনদ এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মান দন্ড আইন ২০১৮, অনুযায়ী ৭০০০০/-(সত্তর হাজার) টাকা মাত্র জরিমানা করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০,০০০/-( ত্রিশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয়।
জনাব নাদির শাহ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, র্যাব এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা জনাব সুমন সাহা, সহকারী পরিচালক (মেট্রোলজি) ও জনাব মোঃ তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই, সিলেটের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।