Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মোবাইল কোর্ট
Details
**বিএসটিআই, সিলেট**
***মোবাইল কোর্ট***
স্থানঃ  সিলেট 
(ওজন ও পরিমাপ যাচাই এবং পণ্যের গুনগত মান নিয়ন্ত্রণ সংক্রান্ত)
মামলার সংখ্যা=  ০১ টি,
মোট জরিমানা= ১,০০,০০০/- (এক লক্ষ)  টাকা মাত্র।
অদ্য ৩০-০৮-২০২৩ খ্রি. তারিখে সিলেট জেলায় র‍্যাব-৯, সিলেট এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, সিলেটের সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরুপ:
মেসার্স মধুফুল ফুড প্রোডাক্টস, বিসিক শিল্প নগরী, গোটাটিকর,  সিলেট  প্রতিষ্ঠানটিকে নিম্নোক্ত অপরাধসমূহের কারণে মোট ১,০০,০০০/-  (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। 
যথা-
উৎপাদিত বিস্কুটের বিভিন্ন ভ্যারিয়েন্ট যথা: ঝুড়ি টোস্ট, কলা টোস্ট, ড্রাই টোস্ট, ড্রাই কেক বিস্কুট, বেকারি বিস্কুট এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে মান চিহ্ন ব্যবহারপূর্বক উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে 'বিএসটিআই আইন-২০১৮' অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং ঝুড়ি টোস্ট, কলা টোস্ট, ড্রাই টোস্ট, ড্রাই কেক বিস্কুট, বেকারি বিস্কুট ভ্যারিয়েন্টসমূহ এবং চিড়া ভাজা ও নিমকি পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮' অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
জনাব নাদির শাহ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, র‍্যাব এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, সিলেটের  কর্মকর্তা জনাব মোঃ মাসুদ রানা, সহকারী পরিচালক (মেট্রোলজি) ও  জনাব মোঃ আল আমিন,  ফিল্ড অফিসার (সিএম)  প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই,  সিলেটের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
Images
Attachments
Publish Date
30/08/2023
Archieve Date
01/10/2055