Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
BSTI, Sylhet- Squad Operation on Verification of balance
Details

স্থানঃ   সিলেট ট্রেড সেন্টার, চালি বন্দর, সিলেট মহানগরী।
(ওজন ও পরিমাপ সংক্রান্ত)

অদ্য ০৮-০৫-২০২৩ খ্রিস্টাব্দ তারিখে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেট - এর উদ্যোগে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় একটি স্কোয়াড অভিযান পরিচালনা ও ওজনযন্ত্র ভেরিফিকেশনের কাজ সম্পন্ন করা হয়।
উক্ত স্কোয়াড অভিযানের কার্যক্রম নিম্নরূপঃ
১. মেসার্স ছাদ মিয়া এন্ড সন্স, সিলেট ট্রেড সেন্টার, সিলেট প্রতিষ্ঠানটির ব্যবহৃত ১০০০ কেজি ও ১০০ কেজির ধারণ ক্ষমতা সম্পন্ন ওজনযন্ত্র দুটির পরিমাপ ও ভেরিভিকেশন সনদ যাচাই করে সঠিক পাওয়া যায়।

২. মেসার্স মোঃ সায়মন ট্রেডার্স, সিলেট ট্রেড সেন্টার সিলেট প্রতিষ্ঠানটির ব্যবহৃত একটি ২০০ কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন ওজনযন্ত্রের পরিমাপ যাচাই করে সঠিক পাওয়া যায়। উক্ত প্রতিষ্ঠানটিকে দ্রুত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

৩. মেসার্স সৌদিয়া বাণিজ্যালয়, সিলেট ট্রেড সেন্টার, সিলেট প্রতিষ্ঠানটির ব্যবহৃত ৩০০ কেজির ধারণ ক্ষমতা সম্পন্ন ওজনযন্ত্রের পরিমাপ ও ভেরিভিকেশন সনদ যাচাই করে সঠিক পাওয়া যায়।

০৪. মেসার্স রাজ বাণিজ্যালয়, সিলেট ট্রেড সেন্টার, সিলেট প্রতিষ্ঠানটির ব্যবহৃত একটি ৩০০ কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন ওজনযন্ত্রের পরিমাপ যাচাই করে সঠিক পাওয়া যায়। উক্ত প্রতিষ্ঠানটিকে দ্রুত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

০৫. মেসার্স তিনশত ষাট আউলিয়া সবজি ভাণ্ডার, সিলেট ট্রেড সেন্টার, সিলেট প্রতিষ্ঠানটির ব্যবহৃত ৩০০ কেজির ধারণ ক্ষমতা সম্পন্ন ওজনযন্ত্রের পরিমাপ ও ভেরিভিকেশন সনদ যাচাই করে সঠিক পাওয়া যায়।

০৬। মেসার্স রুহিত বাণিজ্যালয়, সিলেট ট্রেড সেন্টার, সিলেট প্রতিষ্ঠানটির ব্যবহৃত একটি ২০০ কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন ওজনযন্ত্রের পরিমাপ যাচাই করে সঠিক পাওয়া যায়। উক্ত প্রতিষ্ঠানটিকে দ্রুত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

এছাড়াও সিলেট ট্রেড সেন্টার এর বিভিন্ন প্রতিষ্ঠানের ওজনযন্ত্র যাচাইপূর্বক ভেরিফিকেশন সনদ প্রদান করা হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভগীয় অফিস সিলেট এর কর্মকর্তা জনাব প্রকৌঃ মরিয়ম, সহকারী পরিচালক (মেট্রোলজি) এবং জনাব রাইসুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি) ।
* জনস্বার্থে বিএসটিআই সিলেট অফিসের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ।*

Attachments
Publish Date
09/05/2023
Archieve Date
09/05/2033