**বিএসটিআই, সিলেট*
***মোবাইল কোর্ট***
( ওজন ও পরিমাপ এবং পন্যের মান নিয়ন্ত্রন )
গত ৩১.০৮.২০২২ খ্রিঃ তারিখ RAB-০৯ এবং বিএসটিআই বিভাগীয় অফিস সিলেট এর যৌথ উদ্যোগে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত মোবাইল কোর্টে ১০ টি প্রতিষ্টানের বিরুদ্ধে মামলা করা হয় এবং সর্বমোট ৩,২৫,০০০/-(তিন লক্ষ পঁচিশ হাজার) টাকা অর্থ দন্ড আদায়ের মাধ্যমে মামলা নিষ্পত্তি করা হয়
বিস্তারিত নিম্মরুপ:
(১) মেসার্স রাজ ফিলিং ষ্টেশন, ফেঞ্চুগঞ্জ, সিলেট পরিমাপে কম প্রদান করায় ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
(০২) মেসার্স হাজী মোবারক ফিলিং ষ্টেশন, রাজনগর, মৌলভীবাজার পরিমাপে কম প্রদান করায় ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
(৩) মেসার্স মৌচাক ফুড প্রো:
চাঁদনীঘাট, মৌলভীবাজার এর বিস্কুট ও ব্রেড পণ্যের সিএম সনদ না থাকায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার)
জরিমানা আদায় করা হয়।
(৪) মেসার্স মাম ফুড প্রো:
চাঁদনীঘাট, মৌলভীবাজার এর বিস্কুট, ব্রেড ও কেক পন্যের সিএম সনদ না থাকায় ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
(৫) মেসার্স বেঙ্গল ফুড
শ্রীমঙ্গল রোড, মৌলভীবাজার এর বিস্কুট পণ্যের সিএম সনদ না থাকায় ২৫,০০০/- এবং ৬০০ গ্রাম বিস্কুটে ৩৬ গ্রাম কম প্রদান করায় ১৫,০০০/- মোট ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
(৬) মেসার্স রাহী আইসক্রীম ফ্যাক্টরী, শ্রীমঙ্গল, মৌলভীবাজার আইসক্রীম পন্যের সিএম সনদ না থাকায় ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
(৭) মেসার্স ভাই ভাই আইসক্রীম ফ্যাক্টরী, শ্রীমঙ্গল, মৌলভীবাজার আইসক্রীম পন্যের সিএম সনদ না থাকায় ৩০,০০০/- (ত্রিশ হাজার) জরিমান আদায় করা হয়।
(৮) মেসার্স মা ফিলিং স্টেশন, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ পরিমাপে কম প্রদান করায় ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
(৯) মেসার্স হাইওয়ে ইন লিমিটেড, মাধবপুর, হবিগঞ্জ এর ব্রেড, কেক পণ্যের সিএম সনদ না থাকায় ২৫,০০০/- এবং মোড়কজাতকরণ সনদ না থাকায় ১০,০০০/- মোট ৩৫,০০০/-( পয়ত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
(১০)মেসার্স পানসী ইন রেস্টুরেন্ট, মাধবপুর, হবিগঞ্জ এর ব্রেড, কেক পণ্যের সিএম সনদ না থাকায় ২৫,০০০/- এবং মোড়কজাতকরণ সনদ না থাকায় ১০,০০০/- মোট ৩৫,০০০/-( পয়ত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
(১১) মেসার্স হাজী মচ্ছবির ফিলিং স্টেশন, ফেঞ্চুগঞ্জ, সিলেট
(১২) মেসার্স আমিরুনেছা ফিলিং স্টেশন, মৌলভীবাজার
(১৩) মেসার্স মেরী গোল্ড ফিলিং স্টেশন, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
১১-১৩ নং ফিলিং স্টেশনের পরিমাপ সঠিক পাওয়া যায়।
জনাব মোঃ মাজহারুল ইসলাম, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, র্যাব ফোর্সস সদর দপ্তর ঢাকা এর নেতৃত্বে বিএসটিআই এর বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা জনাব মাসুদ রানা, ঊর্ধ্বতন পরীক্ষক (মেট) ও মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার(সিএম) উক্ত মোবাইল কোর্টে অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস