বিএসটিআই
** *সিলেট* **
মোবাইল কোর্ট (ওজন ও পরিমাপ)
অদ্য ৩০-১০-২০২২ খ্রি. তারিখে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট এ পরিমাপে কম প্রদান করায় একটি ফিলিং স্টেশনে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।
বিস্তারিত নিম্নরূপ:
■পরিমাপে কম প্রদান করার অপরাধে মেসার্স সম্রাট ফিলিং ষ্টেশন, সাতগাও, শ্রীমঙ্গল কে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।
■পরিমাপ সঠিক থাকায় মেসার্স আইয়ুব আলী তালুকদার ফিলিং ষ্টেশন, সাতগাও, শ্রীমঙ্গল কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আলী রাজিব মাহমুদ মিঠুন এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা সুমন সাহা, ঊর্ধ্বতন পরীক্ষক (মেট্রোলজি) উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস