গত ৩০.০৮.২০২২ খ্রিঃ তারিখ RAB-০৯ এবং বিএসটিআই সিলেট এর যৌথ উদ্যোগে সিলেট জেলার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্টে:
(১) মেসার্স পুষ্টি ফুড প্রোডাক্টস, কুশিঘাট, সিলেট এর ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
০২। মেসার্স শাহপরান ফিলিং ষ্টেশন, জৈন্তাপুর, সিলেট পরিমাপে কম প্রদান করায় ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
(৩) মেসার্স এ, ই ফিলিং ষ্টেশন, দাস পাড়া, সিলেট এর পরিমাপ সঠিক পাওয়া যায়।
(৪) মেসার্স সাউথ সুরমা ফিলিং স্টেশন, দক্ষিন সুরমা, সিলেট এর পরিমাপ সঠিক পাওয়া যায়।
(৫) মেসার্স হাবিব হোসেন ফিলিং ষ্টেশন, দক্ষিন সুরমা, সিলেট এর পরিমাপ সঠিক পাওয়া যায়।
জনাব মোঃ মাজহারুল ইসলাম, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, র্যাব ফোর্সস সদর দপ্তর ঢাকা এর নেতৃত্বে বিএসটিআই এর বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা জনাব সুমন সাহা, ঊর্ধ্বতন পরীক্ষক (মেট) উক্ত মোবাইল কোর্টে অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস