Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২৭-১০-২০২২-মোবাইল কোর্ট (পন্যের মান যাচাই সংক্রান্ত)
বিস্তারিত

**বিএসটিআই, সিলেট*

***মোবাইল কোর্ট***

স্থানঃ  জুড়ী,  মৌলভীবাজার

(পন্যের মান যাচাই সংক্রান্ত)


মামলার সংখ্যা=  ০১ টি, মোট জরিমানা= ১০,০০০/- টাকা মাত্র।


অদ্য ২৭/১০/২০২২ খ্রিঃ তারিখে মৌলভীবাজার জেলার    জুড়ী,  উপজেলায়   একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরুপঃ


০১।  সিলেট বেকারী, ষ্টেশন রোড়, জুড়ী,  মৌলভীবাজার প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ব্যতিরেকে ব্রেড, বিস্কুট ও কেক পণ্য উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী  ১০,০০০/- ( দশ হাজার)  টাকা মাত্র জরিমানা করা হয়। 


 জনাব সোনিয়া সুলতানা,   উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট  এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের   কর্মকর্তা জনাব মো.ইয়াছির আরাফাত, ফিল্ড অফিসার ( সিএম) উক্ত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই,  সিলেটের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
27/10/2022
আর্কাইভ তারিখ
31/10/2023