Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২৩-০৮-২০২২-মোবাইল কোর্ট (ওজন ও পরিমাপ এবং পণ্যের মান নিয়ন্ত্রণ)
বিস্তারিত

অদ্য ২৩-০৮-২০২২ খ্রি. তারিখ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

 উক্ত মোবাইল কোর্টে নিম্নোক্ত ০৩ টি প্রতিষ্ঠানের  বিরুদ্ধে পরিমাপে কম প্রদান করায় অভিযোগ দায়ের করা হলে মোবাইল কোর্ট কর্তৃক সর্বমোট ২৪,০০০/- টাকা জরিমানা আদায়ের মাধ্যমে মামলাগুলির নিষ্পত্তি হয়। বিস্তারিত নিম্নরূপ:


১. মেসার্স মুসলিম পেট্রোলিয়াম, উওর শাহবাজপুর, বড়লেখা, মৌলভীবাজার কে পরিমাপে কম প্রদান এবং পরিমাপকের ভেরিফিকেশন সনদ না থাকায় ২০,০০০/- টাকা আর্থিক দণ্ডে দণ্ডিত করা হয়।

২. মেসার্স নাবিলা পেট্রলিয়াম, উওর শাহবাজপুর, বড়লেখা, মৌলভীবাজার,  কে পরিমাপে কম প্রদান করায় ২,০০০/- টাকা আর্থিক দণ্ডে দণ্ডিত করা হয়।

৩. মেসার্স আফজাল অয়েল, দক্ষিন শাহবাজপুর, বড়লেখা,  মৌলভীবাজার কে পরিমাপে কম প্রদান করায় ২,০০০/- টাকা আর্থিক দণ্ডে দণ্ডিত করা হয়।

৪ মেসার্স সোলেমান মিয়া ফিলিং ষ্টেশন, চান্দগ্রাম, বড়লেখা, মৌলভীবাজার এর পরিমাপ সঠিক পাওয়ায় ধন্যবাদ দেওয়া হয়।


বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা সুমন সাহা, ঊর্ধ্বতন পরীক্ষক (মেট্রোলজি) এবং জনাব মোঃ ইয়াছির আরাফাত, ফিল্ড অফিসার (সিএম) উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে অংশগ্রহণ করেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
23/08/2022
আর্কাইভ তারিখ
31/08/2023