অদ্য ২১.০৪.২০২২ খ্রিঃ তারিখে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরুপঃ
(১) মেসার্স UK প্রোডাক্টস ইন সিলেট, মিলিনিয়াম মার্কেট, জিন্দবাজার ,সিলেট কে বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী =১৬,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
০২। সেবা বিউটি কনসেপ্ট, ১/২ ওয়েস্ট ওয়াল্ড সিটি সুপার মার্কেট, জিন্দাবাজার,সিলেট কে ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮ অনুযায়ী =৫,০০০/- জরিমানা আদায় করা হয়।
জনাব নিবিড় রঞ্জন তালুকদার ,
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিলেট এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার ( সিএম) উক্ত ভ্রাম্যমান আদালতে অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস