অদ্য ২১-০৩-২০২২ খ্রি. তারিখে হবিগঞ্জ জেলার নবীগঞ্জে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত অভিযানে শেখ আসিফা ফুড (পণ্য-বিস্কুট, কেক), মেসার্স অমিত রায় এন্ড সন্স (পণ্য-মসলা), অর্চনা স্টোর (পণ্য-মসলা), অমৃত এন্ড ব্রাদার্স এবং কাস্পিদ রায় এন্ড সন্স (পন্য- চানাচুর) নামক প্রতিষ্ঠানগুলোকে যথাক্রমে ১৫,০০০/-, ২,০০০/-, ৩,০০০/-, ১,০০০/-, ১,০০০/- টাকা করে মোট ২২,০০০/- (বাইশ হাজার) টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় অংশ গ্রহণ করেন জনাব শেখ মহিউদ্দিন (ইউএনও), প্রকৌঃ এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার, বিএসটিআই, সিলেট।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস