Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২০-১০-২০২২-মোবাইল কোর্ট- (ওজন ও পরিমাপ সংক্রান্ত)
বিস্তারিত

মোবাইল কোর্ট

**বিএসটিআই, সিলেট*

***মোবাইল কোর্ট***

স্থানঃ সদর, মৌলভীবাজার। 

 (ওজন ও পরিমাপ সংক্রান্ত)


অদ্য ২০/১০/২০২২ খ্রিঃ তারিখ বিএসটিআই বিভাগীয় অফিস সিলেট এবং জেলা প্রশাসন মৌলভীবাজারের  সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে ০৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা করা হয়। পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরুপঃ

০১)  মেসার্স মায়ের দোয়া ফল ভান্ডার, কোর্ট রোড, চৌমূহনা, মৌলভীবাজার এর ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকার অপরাধে ৩,০০০/- টাকা জরিমানা করা হয়। 

০২। মেসার্স ফ্রেস ফল ভান্ডার, কোর্ট রোড, চৌমূহনী, মৌলভীবাজার এর ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় অপরাধে ৩,০০০/- টাকা মাত্র জরিমানা করা হয়। 

০৩। মেসার্স সিটি ফুড, শমসেরনগর রোড, চৌমূহনা, মৌলভীবাজার প্রতিষ্ঠানটির উৎপাদিত কেক, পাউরুটি পণ্যের প্যাকেটে উৎপাদন তারিখ, মেয়াদের তারিখ ও মূল্য সহ প্রয়োজনী তথ্য না থাকার অপরাধে ৪,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।

জনাব সৈয়দ সাফকাত আলী,  সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  এর নেতৃত্বে বিএসটিআই অফিসের কর্মকর্তা জনাব সুমন সাহা, ঊর্ধ্বতন পরীক্ষক   (মেট) উক্ত ভ্রাম্যমান আদালতে অংশগ্রহণ করেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
20/10/2022
আর্কাইভ তারিখ
31/10/2023