**** *বিএসটিআই সিলেট* ****
সার্ভিল্যান্স অভিযান
(পণ্যের মান নিয়ন্ত্রণ)
অদ্য ০৫-০২-২০২৪ খ্রি. তারিখে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় প্রস্তাবিত মোবাইল কোর্টের কর্মসূচি থাকলেও মোবাইল কোর্ট পরিচালিত না হওয়ায় সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানের কার্যক্রম নিম্নরুপঃ
১। নিউ আল মদিনা বেকারি এন্ড কনফেকশনারি, ফেঞ্চুগঞ্জ, সিলেট প্রতিষ্ঠান টি 'র উৎপাদিত বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স নবায়নের তাগাদা প্রদান করা হয়।
২। একতা ব্রিকস, ফেঞ্চুগঞ্জ, সিলেট প্রতিষ্ঠান টি 'র উৎপাদিত ক্লে ব্রিকস পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স নবায়নের তাগাদা প্রদান করা হয়।
৩। কুশিয়ারা ফুডস, ফেঞ্চুগঞ্জ, সিলেট এর উৎপাদিত বিস্কুট ও ব্রেড পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স নবায়নের তাগাদা প্রদান করা হয়।
৪। সুরমা ব্রিকস এন্ড কোং, ফেঞ্চুগঞ্জ, সিলেট প্রতিষ্ঠান টি 'র উৎপাদিত ক্লে ব্রিকস পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের তাগাদা প্রদান করা হয়।
৫। তিলাপাড়া ব্রিকস সোসাইটি, গোলাপগঞ্জ, সিলেট প্রতিষ্ঠান টি 'র উৎপাদিত ক্লে ব্রিকস পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স নবায়নের তাগাদা প্রদান করা হয়।৬। এইচ এন এম ব্রিকস এন্ড কোং, গোলাপগঞ্জ, সিলেট প্রতিষ্ঠান টি 'র উৎপাদিত ক্লে ব্রিকস পণ্যের অনুকূলে বকেয়া বিলের তাগাদা প্রদান করা হয়।
উক্ত অভিযানে বিএসটিআই সিলেটের কর্মকর্তা জনাব মোঃ তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই সিলেটের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস