*বিএসটিআই, সিলেট*
**সার্ভিল্যান্স অভিযান**
(পণ্যের গুণগত মান এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত )
অদ্য ১৭- ০১-২০২৪ খ্রি. তারিখে সিলেট মহানগরীর খাদিম নগর, বিসিক শিল্প এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। সাভিল্যান্স সংক্রান্ত কার্যক্রম নিম্নরুপ :
১. মেসার্স বনফুল এন্ড কোং, বিসিক, খাদিম নগর, সিলেট এর উৎপাদিত সুইট মিট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের তাগাদা প্রদান করা হয়।
২। মেসার্স ফুলকলি ফুড প্রোডাক্টস, বিসিক, খাদিম নগর, সিলেট এর উৎপাদিত সুইট মিট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের তাগাদা প্রদান করা হয়।
০৩। মেসার্স মধুবন ফুড প্রোডাক্টস, বিসিক, খাদিম নগর, সিলেট এর উৎপাদিত সুইট মিট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের তাগাদা প্রদান করা হয়।
উক্ত অভিযানে দায়িত্ব পালন করেন বিএসটিআই সিলেটের কর্মকর্তা প্রকৌশলী মরিয়ম, সহকারী পরিচালক ( মেট) ও মো: তারিকুল ইসলাম সুমন , ফিল্ড অফিসার (সিএম) ।
জনস্বার্থে বিএসটিআই সিলেটের এধরণের অভিযান চলমান থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস