**বিএসটিআই, সিলেট**
সার্ভিল্যান্স অভিযান
(ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)
অদ্য ০৭-১১-২৪ খ্রি: তারিখে সুনামগঞ্জ জেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযানের কার্যক্রম নিম্নরুপ:
১। এ. কে ফিলিং এন্ড সিএনজি স্টেশন, মাধবপুর, ছাতক, সুনামগঞ্জ প্রতিষ্ঠানটি প্রতি দশ লিটার অক্টেনে ৫০ মিলি ও প্রতি দশ লিটার ডিজেলে ৫০ মিলি কম প্রদান করায় ডিসপেন্সিং ইউনিট সমূহ ঠিক না করা পর্যন্ত বিক্রয় বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
২।ছাতক ফিলিং স্টেশন, সিলেট রোড, ছাতক, সুনামগঞ্জ প্রতিষ্ঠানটিতে অক্টেন ও পেট্রোল এর ডিসপেন্সিং ইউনিট সমূহ পরিমাপ করে সঠিক পাওয়া যায়। কিন্তু প্রতি দশ লিটার ডিজেলে ৫০ মিলি কম প্রদান করায় ডিসপেন্সিং ইউনিট টি ঠিক না করা পর্যন্ত বিক্রয় বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়
৩। আমিন ফিলিং স্টেশন, গোবিন্দগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ প্রতিষ্ঠানটির অক্টেনু, পেট্রোল ও ডিজেল এর ডিসপেন্সিং ইউনিট সমূহ পরিমাপ করে সঠিক পাওয়া যায় ।
৪। হাইওয়ে ফিলিং স্টেশন, তামাবিল রোড, হরিপুর, সিলেট প্রতিষ্ঠানটিতে অক্টেন, পেট্রোল ও ডিজেল এর ডিসপেন্সিং ইউনিট সমূহ পরিমাপ করে সঠিক পাওয়া যায় ।
৫। মের্সাস বলাকা ফিলিং স্টেশন, ওয়েজখালী, সুনামগঞ্জ প্রতিষ্ঠানটির পেট্রোল ও ডিজেল এর ডিসপেন্সিং ইউনিট সমূহ পরিমাপ করে সঠিক পাওয়া যায় ।
৬। ছফেদা ফিলিং স্টেশন, ওয়েজখালী পয়েন্ট, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ প্রতিষ্ঠানটিতে অক্টেন, পেট্রোল ও ডিজেল এর ডিসপেন্সিং ইউনিট সমূহ পরিমাপ করে সঠিক পাওয়া যায় ।
৭। সিলভিয়া ফিলিং স্টেশন, দিরাই পয়েন্ট, সিলেট-সুনামগঞ্জ সড়ক, সুনামগঞ্জ প্রতিষ্ঠানটিতে অক্টেন, পেট্রোল ও ডিজেল এর ডিসপেন্সিং ইউনিট সমূহ পরিমাপ করে সঠিক পাওয়া যায় ।
৮। নুর ট্রেডার্স, চাদনীঘাট মধ্যবাজার, সদর, সুনামগঞ্জ প্রতিষ্ঠানটি বৈধ ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতীত কনিক্যাল লিটার মেজার্স ব্যবহার করায় অদি দ্রুত ভেরিফিকেশন সনদ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
৯। আম্বিয়া অভিজাত কনফেকশনারী, স্টেশন রোড, সদর, সুনামগঞ্জ প্রতিষ্ঠানটি মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট, ব্রেড ও কেক উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করায় অতি দ্রুত মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়।
উক্ত অভিযানে জনাব মো:মঈন উদ্দিন, পরিদর্শক (মেট্রোলজি) ও জনাব শাফুয়ান আহমেদ, পরিদর্শক (মেট্রোলজি) অংশগ্রহন করেন।
জনস্বার্থে বিএসটিআই সিলেটের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস