*বিএসটিআই, সিলেট*
**সার্ভিল্যান্স অভিযান**
(পণ্যের গুণগত মান যাচাই)
অদ্য ০৯- ০৯-২০২৩ খ্রি. তারিখ রোজঃ শনিবার হবিগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। সাভিল্যান্স সংক্রান্ত কার্যক্রম নিম্নরুপ ঃ
১.
মিষ্টি মুখ মিষ্টান্ন ভান্ডার ও আদি গোপাল মিষ্টান্ন ভান্ডার, মাধবপুর, হবিগঞ্জের উৎপাদিত পণ্য ফার্মেন্টেড মিল্ক( মিষ্টি দই) এর অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের আবেদনের প্রেক্ষিতে কারখানা পরিদর্শন পূর্বক নমুনা সিলগালা করা হয়।
২.মেসার্স জামস ফুড প্রোডাক্টস ও নিউ এলাহী বেকারী, বিসিক শি/ন হবিগঞ্জ এর উৎপাদিত প্লেইন কেক পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের আবেদনের প্রেক্ষিতে কারখানা পরিদর্শন পূর্বক নৃুমুনা সীলগালা করা হয়।
৩.শাহীন এগ্রো ফুড এন্ড বেভারেজ, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ এর মোড়কজাত সরিষার তেলের সিএম লাইসেন্স গ্রহনের আাবেদনের প্রেক্ষিতে কারখানা পরিদর্শন পূর্বক নমুনা সীল করা হয়।
৪.মেসার্স সিলোট মেট্রো টি,ওসমানগর সিলেট ও ইসলাম ট্রেডার্স শিবগঞ্জ, সিলেট এর মোড়কজাতকৃত ব্ল্যাক টি পণ্যের নমুনা সীল করা হয়।
৫.মোহাম্মদীয়া বেকারী, সদরঘাট, নবীগঞ্জ, হবিগঞ্জের প্রতিষ্ঠানটিকে উৎপাদিত কেক পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের তাগিদ দেয়া হয়।
৬.আল মদিনা মিষ্টি কিং, নোয়াপাড়া,মাধবপুর, হবিগঞ্জ এর উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক পণ্যের অনুকূলে সিএম সনদ গ্রহণের তাগিদ দেয়া হয়।
৭.কুসুম বেকারী,মাধবপুর, হবিগঞ্জের প্রতিষ্ঠানটিকে উৎপাদিত কেক,বিস্কুট পণ্যসমূহের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের তাগিদ দেয়া হয়।
উক্ত অভিযানে দায়িত্ব পালন করেন জনাব মোঃ আল- আমিন, ফিল্ড অফিসার (সিএম)।
জনস্বার্থে বিএসটিআই সিলেটের এধরণের অভিযান চলমান থাকবে।