Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সার্ভিল্যান্স অভিযান — ২৫-১২-২৩
বিস্তারিত

**বিএসটিআই, সিলেট**

সার্ভিল্যান্স অভিযান

(পণ্যের গুনগত মাণ যাচাই সংক্রান্ত )


গত ২৫-১২-২০২৩ খ্রি. তারিখে  মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয় এবং কারখানা পরিদর্শন করা হয়।  কার্যক্রম নিম্নরূপ: 

১. মেসার্স ফেমাস টি এন্টারপ্রাইজ , শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

২. মেসার্স ইটিসি ট্রেডিং,  শ্রীমঙ্গল,  মৌলভীবাজার।

৩। নোসুকি ফুড এন্ড বেভারেজ,  শ্রীমঙ্গল,  মৌলভীবাজার।

৪। স্টার এগ্রো প্রসেসিং, সদর,  মৌলভীবাজার।

৫। কলিমিল্লাহ ব্রিকস,  কুলাউরা,  মৌলভীবাজার। 

প্রতিষ্ঠান সমুহ পরিদর্শন করে নমুনা সীল করা হয়। 

১. মেসার্স গোল্ড লিফ টি, ভানুগাছ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার 

৩. মেসার্স নোয়াখালী টি, স্টেশন রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

৪. মেসার্স রহিম টি, স্টেশন রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

 ৫. মেসার্স মানহা টি, শ্রীমঙ্গল, মৌলভীবাজর। 

 উক্ত প্রতিষ্ঠানসমুহের সিএম বকেয়া বকেয়া বিলের তাগাদা প্রদান  করা হয়।

১। মেসার্স জালালাবাদ ব্রিকস, সদর , মৌলভীবাজার 

২। মুন ব্রিকস, সদর,  মৌলভীবাজার প্রতিষ্ঠান সমূহের  ক্লে ব্রিকস পণ্যের সিএম লাইসেন্স থাকায় ধন্যবাদ প্রদান করা হয়। 

০১। মেসার্স এস কে ব্রিকস , রাজনগর,  মৌলভীবাজার

২। মেসার্স খান ব্রিকস , রাজনগর,  মৌলভীবাজার প্রতিষ্ঠান সমূহের লাইসেন্স গ্রহণের তাগাদা প্রদান করা হয়। 

এছাড়াও মেসার্স আমেরিকান সুইটস, বিয়ানীবাজার, সিলেট প্রতিষ্ঠান টি পরিদর্শনকালে উৎপাদন বন্ধ থাকায় নমুনা সীল করা হয় নি।

উক্ত অভিযানে বিএসটিআই সিলেটের কর্মকর্তা জনাব মোঃ হাবিবুর রহমান , উপপরিচালক (সিএম) এর নেতৃত্বে মো: তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহন করেন। 

জনস্বার্থে বিএসটিআই সিলেটের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
25/12/2023
আর্কাইভ তারিখ
02/02/2050