বিএসটিআই, সিলেট*
*সার্ভিল্যান্স অভিযান*
(পণ্যের গুণগত মান যাচাই সংক্রান্ত)
অদ্য ২৩-০৬-২০২৫ খ্রিস্টব্দ তারিখে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
সার্ভিল্যান্স সংক্রান্ত কার্যক্রম নিম্নরুপ :
নিন্মোক্ত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্য প্রক্রিয়াজাতজারী প্রতিষ্ঠান সমূহের মানসনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ সংগ্রহ/হালনাগাদ করার তাগিদ প্রদান করা হয়।
১.সিলেট ড্রিংকিং ওয়াটার,কুচাই,দক্ষিণ সুরমা,সিলেট।
২.এইচ.টি ড্রিংকিং ওয়াটার,জিন্দা বাজার, সিলেট।
৩.মিলাদ ড্রিংকিং ওয়াটার,আজাদী মীরবক্সটুলা, সিলেট সদর,সিলেট।
৪.শাহ পরান পিওর ড্রিংকিং ওয়াটার, শিবগঞ্জ, সিলেট।
৫.পিয়াস ড্রিংকিং ওয়াটার,শাহী ইদগাহ,সিলেট
৬.আলভী ড্রিংকিং ওয়াটার,কাজীটুলা,সিলেট।
৭.একুশ ড্রিংকিং ওয়াটার, দক্ষিণ বালুচর, সিলেট
এছাড়া নিন্মোক্ত প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন কালে বন্ধ পাওয়া,যায়।
১.জি বি ড্রিংকিং ওয়াটার, সুরমা গেইট,বাইপাস,সিলেট।
২.ঝর্ণা ড্রিংকিং ওয়াটার, তেররতন, উপশহর,সিলেট
৩.মীম ড্রিংকিং ওয়াটার, ভার্থখোলা,সিলেট।
উক্ত অভিযানে দায়িত্ব পালন করেন বিএসটিআই সিলেটের কর্মকর্তা জনাব মো: শহিদুল ইসলাম,সহকারী পরিচালক (সিএম),জনাব সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মো: আল আমিন , ফিল্ড অফিসার (সিএম)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস