Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মোবাইল কোর্ট
বিস্তারিত

➡️ **বিএসটিআই, সিলেট⤵️


 *মোবাইল কোর্ট অভিযানে ৬,০০০/-  টাকা জরিমানা*


( পণ‍্য গুণগত মান যাচাই এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ )


 অদ্য ১০-১২-২০২৪ তারিখে বিএসটিআই , সিলেট ও উপজেলা প্রশাসন, চুনারুঘাট, হবিগঞ্জ এর  সমন্বয়ে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।


উক্ত অভিযানে --

১।  নিপা স্টোর, গাজীগঞ্জ বাজার, চুনারুঘাট, হবিগঞ্জ প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ ব্রেড, কেক বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ করায়  'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮'  এর ২৪(৭) ধারায় ১,০০০ টাকা জরিমানা করা হয়েছে।


২। খুশি বেকারি, জাজিউতী, চুনারুঘাট, হবিগঞ্জ প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া বিস্কুট  উৎপাদন, মোড়কজাত  ও বাজারজাতকরণ করায় 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮'  এর ২৪(১) ধারায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।  


উক্ত মোবাইল কোর্টটি  পরিচালনা করেন জনাব মাহবুব আলম মাহবুব, বিজ্ঞ  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), চুনারুঘাট, হবিগঞ্জ। বিএসটিআই , সিলেট এর কর্মকর্তা  জনাব  মোঃ অমিত হাসান, পরিদর্শক (মেট্রোলজি)  উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।


 জনস্বার্থে "বিএসটিআই সিলেট" এর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
10/12/2024
আর্কাইভ তারিখ
20/10/2055