Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মোবাইল কোর্ট
বিস্তারিত
**** *বিএসটিআই সিলেট* **** 
             মোবাইল কোর্ট  
  (ওজন ও পরিমাপ যাচাই এবং পণ্য মোড়কজাত নিবন্ধন  সংক্রান্ত) 
অদ্য ২৫-০৯-২০২৩ খ্রি. তারিখে  সিলেট দক্ষিণ সুরমা উপজেলা এবং বিএসটিআই বিভাগীয় অফিস, সিলেট এর সমন্বয়ে রাখালগঞ্জ বাজার এলাকায়  একটি মোবাইল  কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট এর কার্যক্রম নিম্নরুপঃ
০১। মেসার্স ফিজা এন্ড কোং, রাখালগঞ্জ বাজার সিলেট কে মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্ত্ততকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ 
 অনুযায়ী ১০০০/- জরিমানা  করা হয়। 
০২। মেসার্স নবিনশাহী ভ্যারাইটি স্টোর , রাখালগঞ্জ বাজার, সিলেট প্রতিষ্ঠানটি কে  ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮অনুযায়ী ২০০০/-টাকা জরিমানা করা হয়।                                                                     
০৩। মেসার্স এনাম ডিপার্টমেন্টাল স্টোর , রাখালগঞ্জ বাজার, সিলেট প্রতিষ্ঠানটির  ব্যবহৃত  ওজনযন্ত্র যাচাই করে সঠিক পাওয়া  l                 
০৪ l মেসার্স  মাহমুদ ফামের্সী, রাখালগঞ্জ বাজার, সিলেট প্রতিষ্ঠানটির মেয়াদবিহীন ঔষধ বিক্রয় হতে বিরত থাকার পরামর্শ প্রদান করা হয় l
উক্ত  মোবাইল কোর্টটি জনাব উর্মি রায়, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দক্ষিণ সুরমা, সিলেট এর নেতৃত্বে পরিচালিত হয় l বিএসটিআই সিলেটের কর্মকর্তা প্রকৌশলী মরিয়ম, সহকারী পরিচালক (মেট্রোলজি) প্রসিকিউটিং অফিসারের দায়িত্ব পালন করেন।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
25/09/2023
আর্কাইভ তারিখ
01/10/2055