➡️ **বিএসটিআই, সিলেট⤵️
*মোবাইল কোর্ট অভিযানে ৩০,০০০/- টাকা জরিমানা*
( পণ্যের গুণগত মান এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)
অদ্য ২৯-১০-২০২৪ তারিখে বিএসটিআই , সিলেট ও গোলাপগঞ্জ, সিলেট উপজেলা প্রশাসন এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে --
১। গার্ডেন ফুডস, গোলাপগঞ্জ, সিলেট প্রতিষ্ঠানটিতে উৎপাদিত পণ্য সমূহের মোড়কে উৎপাদনের তারিখ উৎপাদনের দিন থেকে এক দিন পিছিয়ে দেওয়ায় 'বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন-২০১৮' এর ৩১ ধারায় ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
২। মের্সাস রহমান এন্ড কোং ফিলিং স্টেশন, জকিগঞ্জ রোড, গোলাপগঞ্জ, সিলেট প্রতিষ্ঠানটির অকটেন, পেট্রোল ও ডিজেল এর ৩টি ডিসপেন্সিং ইউনিটের পরিমাপ যাচাইয়ান্তে সঠিক পাওয়ায় এবং ডিস্পেন্সিং ইউনিট সমূহের বৈধ ভেরিফিকেশন সনদ থাকায় তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
৩। মের্সাস এম আর সিএনজি ফিলিং স্টেশন, গোলাপগঞ্জ, সিলেট প্রতিষ্ঠানটির অকটেন, পেট্রোল ও ডিজেল এর ৩টি ডিসপেন্সিং ইউনিটের পরিমাপ যাচাইয়ান্তে সঠিক পাওয়ায় এবং ডিস্পেন্সিং ইউনিট সমূহের বৈধ ভেরিফিকেশন সনদ থাকায় তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন জনাব ফয়সাল মাহমুদ ফুয়াদ, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি), গোলাপগঞ্জ, সিলেট। বিএসটিআই, সিলেট এর কর্মকর্তা জনাব মো: নজরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব শাফুয়ান আহমেদ, পরিদর্শক (মেট) উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস