**** *বিএসটিআই সিলেট* ****
মোবাইল কোর্ট
(ওজন ও পরিমাপ যাচাই এবং পণ্য মোড়কজাত নিবন্ধন সংক্রান্ত)
অদ্য ১১-০৬-২০২৪ খ্রি. তারিখে সিলেট জেলা প্রশাসন এবং বিএসটিআই বিভাগীয় অফিস,সিলেট এর সম্বনয়ে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট এর কার্যক্রম নিম্নরুপঃ
০১।গোল্ডেন ফেব্রিক্স প্লাস ,বারুতখানা ,সিলেট কে বিএসটিআই হতে ভেরিফিকেশন সনদপত্র গ্রহণ না করে মিটার বার ব্যাবহার করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ৮০০০/- জরিমানা করা হয়।
০২l বেবি ওয়ার্ল্ড,বারুতখানা,সিলেট এর আমদানিকৃত সকল কসমেটিক্স পণ্যের ছাড়পত্র রাখার নির্দেশ প্রদান করা হয় l
উক্ত মোবাইল কোর্টটি জনাব মোঃ জসিম উদ্দিন , সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,সিলেট এর নেতৃত্বে পরিচালিত হয় l বিএসটিআই সিলেটের কর্মকর্তা জনাব প্রকৌশলী মরিয়ম, সহকারী পরিচালক (মেট্রোলজি) ও জনাব সাকিব তানভির , পরীক্ষক (মেট্রোলজি) প্রসিকিউটিং অফিসারের দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস