Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মোবাইল কোর্ট
বিস্তারিত

**বিএসটিআই, সিলেট**

***মোবাইল কোর্ট***

স্থানঃ বালাগঞ্জ,  সিলেট । 

( পণ্যের মান নিয়ন্ত্রণ  এবং ওজন ও পরিমাপ  যাচাই সংক্রান্ত )

মামলার সংখ্যা : ০২

মোট জরিমানা :২২,০০০/-(বাইশ হাজার টাকা)


  অদ্য  ১৪- ০৫-২০২৪ খ্রিঃ  তারিখ রোজ : মঙ্গলবার    সিলেট জেলার বালাগঞ্জ  উপজেলার   বিভিন্ন এলাকায় ০১  টি মোবাইল কোর্ট  পরিচালিত হয়। পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম নিন্মরুপ:


১ মেসার্স সায়মা  ফিলিং স্টেশন, ইলাশপুর,বালাগঞ্জ, সিলেটের ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে  কম দেয়ায় 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮'  অনুযায়ী ২০,০০০/- (বিশ হাজার টাকা) জরিমানা করা হয়। 


২.মেসার্স সালমান ট্রেডার্স, বালাগঞ্জ, সিলেট প্রতিষ্ঠানটি জ্বালানী তেল পরিমাপে কম প্রদান করায় 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮'  অনুযায়ী ২০০০/- হাজার টাকা জরিমানা করা হয়।


উক্ত মোবাইল কোর্টে  জনাব ডি. এম সাদিক আল সাফিন , সহকারী কমিশনার (ভূমি)  ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন, বালাগঞ্জ,  সিলেট   এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় সিলেটের  কর্মকর্তা  জনাব মোঃ আল -আমিন, ফিল্ড অফিসার (সিএম)  এবং  আবু  সাকিব তানভীর,  পরীক্ষক (মেট্রোলজি) প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। 


জনস্বার্থে বিএসটিআই,  সিলেটের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
14/05/2024
আর্কাইভ তারিখ
20/10/2055