**বিএসটিআই, সিলেট*
***মোবাইল কোর্ট***
স্থানঃ সিলেট মহানগরী
(ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)
মামলার সংখ্যা= ০১ টি
মোট জরিমানা= ১,০০০/- (এক হাজার পাঁচশত ) টাকা মাত্র।
অদ্য ১৩-০৫-২০২৪ খ্রিঃ তারিখে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত মোবাইল কোর্টে ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় নগরীর মদিনা মার্কেট এলাকার শফিক ফল ভাণ্ডার নামীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা জনাব রাইসুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি) কর্তৃক অভিযোগ দায়ের করা হলে জেলা প্রশাসন, সিলেট এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জসিম উদ্দিন অভিযোগটি আমলে নিয়ে 'ওজন পরিমাপ মানদণ্ড আইন -২০১৮' এর সংশ্লিষ্ট বিচারের ধারায় প্রতিষ্ঠানটি থেকে ১,০০০/- (এক হাজার টাকা) অর্থদণ্ড আদায় করে অভিযোগটি নিষ্পত্তি করেন।
উক্ত অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটে নবযোগদানকৃত কর্মকর্তা জনাব আবু সাকিব তানভীর, পরীক্ষক (মেট্রোলজি, রসায়ন), মোঃ অমিত হাসান, পরিদর্শক (মেট্রোলজি) এবং শাফুয়ান আহমেদ, পরিদর্শক (মেট্রোলজি) প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
জনস্বার্থে বিএসটিআই, সিলেটের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস