**বিএসটিআই, সিলেট*
***মোবাইল কোর্ট***
স্থানঃ সদর, মৌলভীবাজার ।
( পণ্যের গুনগতমান যাচাই সংক্রান্ত)
মামলার সংখ্যা= ০১ টি,
মোট জরিমানা= ১০,০০০/- (দশ হাজার) টাকা মাত্র।
অদ্য ২৫-০১-২০২৪ খ্রিঃ তারিখে মৌলভীবাজার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরুপ:
মেসার্স লক্ষী এডিবল প্রোডাক্ট লি. বিসিক শি/ন, গোমড়া, সদর মৌলভীবাজার প্রতিষ্ঠানটি ফর্টিফাইড সয়াবিন অয়েল পন্যের অনুকূলে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১০,০০০/- টাকা মাত্র জরিমানা করা হয়।
জনাব শারমিন সুলতানা , এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা জনাব মোঃ তারিকুল ইসলাম সুমন ফিল্ড অফিসার (সিএম) উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই, সিলেটের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস