**বিএসটিআই, সিলেট**
***মোবাইল কোর্ট***
স্থানঃ হবিগঞ্জ সদর,হবিগঞ্জ ।
( পণ্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত)
মামলার সংখ্যা= ০১ টি
মোট জরিমানা= ১০,০০০/- (দশ হাজার) টাকা মাত্র।
অদ্য ২৫-০১-২০২৫ খ্রিঃ তারিখে হবিগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্প নগরী, ধুলিয়াখাল-এ ০১ টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরুপ:
মেসার্স প্রাইম ফুডস এন্ড কোং, বিসিক শিল্প নগরী, ধুলিয়াখাল, হবিগঞ্জ এর উৎপাদিত কেক, বিস্কুট ও ফার্মেন্টেড মিল্ক পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যাতিরেকে বাজারজাতকরণ করার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ অনুসারে ১০,০০০/-( দশ হাজার টাকা) জরিমানা করা হয় |
জনাব মো: আশাদুল হক , সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, হবিগঞ্জ এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা জনাব মোঃ আল -আমিন, ফিল্ড অফিসার (সিএম) উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই, সিলেটের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস