( পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত )
মামলার সংখ্যা= ০১ টি
মোট জরিমানা= ১০,০০০/- (দশ হাজার) টাকা মাত্র।
অদ্য ২৩-০৮-২০২৩ খ্রিঃ তারিখে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় ০১ টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
পরিচালিত মোবাইল কোর্টে মেসার্স টপ টেন মার্ট (Top Ten Mart), পূর্ব জিন্দাবাজার, সিলেট প্রতিষ্ঠানটি আমদানীকারক ও বিএসটিআইয়ের ছাড়পত্র বিহীন কসমেটিকস পণ্য বাজারজাত করার অপরাধে 'বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট আইন-২০১৮' অনুসারে ১০,০০০/-(দশ হাজার টাকা) জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে জনাব জসিম উদ্দিন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, সিলেট এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা জনাব সুমন সাহা, সহকারী পরিচালক (মেট) এবং জনাব মোঃ আল -আমিন, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।